আন্দোলনের সফলতা প্রশ্নে আত্মবিশ্বাসী তারেক রহমান

গত ৫০ দিন ধরে বিরতিহীন অবরোধ আর হরতাল কর্মসূচির মাধ্যমে গত ৫ জানুয়ারি থেকে শুরু সরকারবিরোধী নতুন পর্বের আন্দোলনের সফলতা প্রশ্নে পুরোপুরি আত্মবিশ্বাসী তারেক রহমান।

লন্ডনে অবস্থানরত বিএনপির দ্বিতীয় প্রধান নেতা মনে করছেন, বিরতিহীন আন্দোলন করতে গিয়ে মাঠের নেতাকর্মীরা কিছুটা ক্লান্ত হলেও সামনের দিনগুলোতে সর্বাত্মকভাবে রাজপথে ফিরে আসবে তারা। বিএনপির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পদধারীদের চেয়ে আন্দোলনের মাঠে তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের ওপরই বেশি আস্থা রাখছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেফতার হলে আন্দোলন আরও তীব্ররূপ নেবে বলেও মনে করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের ঘনিষ্ট দাবিদার একাধিক সূত্রের সঙ্গে কথা বলে মিলেছে এসব তথ্য।

তারেক রহমানের ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০-দলীয় জোটের চলমান আন্দোলনের নেতৃত্ব খালেদা জিয়া দিলেও সর্বাধিক গুরুত্ব পাচ্ছে তারেক রহমানের মতামত। সরকার যদি শেষপর্যন্ত খালেদা জিয়াকে গ্রেফতার করে, সেক্ষেত্রে দেশের বাইরে বসেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি নিজেকে প্রস্তুত রেখেছেন তারেক রহমান। এজন্য নিয়মিত ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে আগ থেকেই যোগাযোগ রাখছেন তিনি। সেই সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারেকের মূল ভরসা তৃণমূলের নেতা-কর্মীদের সাথেও। পাশাপাশি বিএনপির কূটনৈতিক তৎপরতায়ও মুখ্য ভূমিকা রাখতে শুরু করেছেন তিনি।

তারেক-ঘনিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিশ্বজনমত গঠনে আগের যে কোনও সময়ের চেয়ে এখন বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন তারেক রহমান। ব্রিটেনে বিভিন্ন পার্লামেন্ট মেম্বার, সাবেক-বর্তমান মন্ত্রী, ইউরোপীয় পার্লামেন্টের সাংসদদের সঙ্গে প্রায় নিয়মিতই যোগাযোগ রাখছেন তিনি। এক্ষেত্রে যুক্তরাজ্য বিএনপি, ইউরোপের বিভিন্ন দেশের বিএনপির নেতা-কর্মীদের সহায়তাও রয়েছে।

তারেক রহমানের ঘনিষ্টজনরা জানান, লন্ডনের কিংসষ্টনে নিজের ভাড়া বাড়ির পাশের কিংসষ্টন লজ হোটেলে আগে দলের নেতাকর্মীদের নিয়মিতই সাক্ষাত দিতেন তারেক রহমান। কিন্তু বর্তমানে নেতাকর্মীদের জরুরী প্রয়োজন ছাড়া সাক্ষাত দিচ্ছেন না তিনি। সার্বক্ষনিক কাজ করছেন বিএনপির পক্ষে কূটনৈতিক কর্মকান্ড মনিটরিংয়ে। এছাড়া চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতাকর্মীদের চিকিৎসাসহ আইনী সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সরাসরি তত্ত্বাবধান করছেন তিনি।

তারেক রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, এমন একজন নেতা এই জানান, খালেদা জিয়া গ্রেফতার হলে আন্দোলন আরও গতি পাবে বলেই মনে করেন তারেক রহমান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেফতার করলে দেশের মানুষের পাশাপাশি বিশ্ব নেতাদের সহানুভুতিও বিএনপির অনুকূলে যাবে বলেও মনে করছেন তারেক রহমান।

৩৩ thoughts on “আন্দোলনের সফলতা প্রশ্নে আত্মবিশ্বাসী তারেক রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *