ঢাকা: হরতাল-অবরোধ কেন অবৈধ ঘোষণা করা হবেনা জানতে চেয়ে হাইকোর্টের জারি করা একটি রুলের অনুলিপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ রকম আদেশের অনুলিপি শনিবার দুপুর পৌনে ২টায় পৌঁছে দেন হাইকোর্টের আদেশ শাখার অফিস সহকারী মো. হেলাল উদ্দিন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আদেশটির অনুলিপি গ্রহণ করেন
Md Salam liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.