ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত বুধবার রাতে তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। জয় তার স্ট্যাটাসে লিখেন, ‘ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর-এর একটি পোস্টার অর্ধ পৃষ্ঠাজুড়ে ছাপিয়েছে, যেখানে সরকার উৎখাত এবং ক্ষমতা দখল করতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সবই হচ্ছে আমাদের তথাকথিত ‘সুশীল সমাজ’-এর ক্ষমতা দখলের আরেকটি ষড়যন্ত্র।’ মান্না তার ফোনালাপে চক্রান্তের অংশ হিসেবে কামাল হোসেনের নামও উল্লেখ করেছেন। মান্না, কামাল হোসেন এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামরা হচ্ছেন সেই ব্যক্তি, যাঁরা ১/১১-এর পর সামরিক শক্তিকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে আহ্বান জানিয়েছিলেন।’
তিনি লিখেছেন, ‘এই লোকগুলো আমাকে বিরক্ত করছে। এরা ক্ষমতা চায়, কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া একটা আসনেও কখনো জয়লাভ করতে পারেনি। দুই মাস ধরে সাধারণ মানুষের ওপর বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ আক্রমণের সুযোগ নিয়ে এই লোকগুলো সম্পূর্ণ অসত্যভাবে দুই দলকেই দায়ী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ সদস্যদের ভুয়া বোমা হামলাকারী বানিয়ে ডেইলি স্টার পত্রিকা একের পর এক গল্প ছাপিয়ে যাচ্ছে, যেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু তাদের কেউই বিএনপি-জামায়াতের কাছে সহিংসতা বন্ধের দাবি জানাচ্ছে না। শেষ দিকে জয় লিখেন, ‘এখন আমরা জানি যে তারা চায়, এই সহিংসতা চলুক এবং তারা আসলে আরো মানুষ হত্যায় বিএনপি-জামায়াতকে সহযোগিতা করতে চায়। ব্যাপার যা-ই হোক, তারা আওয়ামী লীগ সরকারকে দোষ দেয়, যাতে করে তারা ১/১১-এর মতো আবারো সেনাবাহিনীর পিঠে চড়ে ক্ষমতায় আরোহণ করতে পারে। এটা রাষ্ট্রদ্রোহিতা। তাদের সবাইকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত ।
আতিক/প্রবাস
Jater piter ades
Md Fahad Abdullah liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.