‘গণআন্দোলন দমানোর চেষ্টায় সরকার’

চট্টগ্রাম: প্রশাসনকে ব্যবহার করে জনগণের গণআন্দোলনকে সরকার দমানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের বিএনপি নেতারা।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতারা এ অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, গণআন্দোলন দমাতে ব্যর্থ হয়ে সরকার বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। ইতিহাস সাক্ষী দেয় কোন গণআন্দোলনই ব্যর্থ হয় না।

মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান ও কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি আবুল হাশেম বক্করসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ২০ দলীয় জোট চট্টগ্রাম মহানগরীর আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজি কবির, মহানগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম।

 
বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের যে কোন স্থানে কোন ঘটনা হলেই কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি আবুল হাশেম বক্করকে মামলার আসামী করা অত্যন্ত অন্যায় ও বিবেক বর্জিত।’

 
অবিলম্বে বিএনপি নেতা আবু সুফিয়ান, আবুল হাশেম বক্কর সহ জোটের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বিবৃতিতে।

১১ thoughts on “‘গণআন্দোলন দমানোর চেষ্টায় সরকার’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *