চারঘাটে জেসিকা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চার জনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
বৃহস্পতিবার রাত আটটার দিকে চারঘাট-বানেশ্বর সড়কের হলিদাগাছী আশ্রয়ন প্রকল্পের কাছে ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার অনুপুমপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শামসুল আলম (৪০), থানাপাড়া গ্রামের রমজান আলী ছেলে তৌহিদুল ইসলাম (২২) এবং বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী এলাকার কফিল উদ্দিনের ছেলে আবু বাক্কার (৪৫)। এদের মধ্যে শামসুল আলমের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্য দুই জনের নাম পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেসিকা পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে বাঘা উপজেলা যাচ্ছিল। এসময় বাসটি চারঘাট-বানেশ্বর সড়কের হলিদাগাছী আশ্রয়ন প্রকল্পের নিকট পৌছলে একটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় ককটেলের স্প্রিন্টারে বাসের ৫ জন যাত্রী আহত হয়।
এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক উপজেলার মোক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার আব্দুল রহিমের ছেলে বিএনপিকর্মী আব্দুল খালেককে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Md Azizul liked this on Facebook.
Färhåd Åhämêd Shöhåñ liked this on Facebook.