কামরুল ইসলাম চৌধুরী কে সভাপতি ও ইমদাদুল রহমান রাহাত কে সাধারন সম্পাদক করে জেড ফোর্স যুক্তরাজ্য শাখা কমিটি গঠন

কামরুল ইসলাম চৌধুরীকে সভাপতি, ইমদাদুল রহমান রাহাতকে সাধারন সম্পাদক করে ‘জেড ফোর্স ‘ যুক্তরাজ্য শাখা ২৭ সদস্যের পুনাঙ্গ কমিটি গঠিত হয়েছে । দেশের এই দুরবস্থায় বিশ্ববাসীকে বুঝানো জন্য এবং বাংলাদেশের পক্ষে জনমত গঠন করার জন্য যুক্তরাজ্যর এই কমিটিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।
জেড ফোর্স কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহাঙ্গীর শিকদার ও সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না আজ উক্ত কমিটি অনুমোদন করছেন । কমিটিতে আরও রয়েছেন —
সিনিয়ার সহ-সভাপতি- হাবিবুর রহমান বাবলু,
সহ-সভাপতি- জামাল আহমেদ চৌধুরী, বদরুল আলম, সুলতান আহমেদ, মোঃ আলী রেজা
যুগ্ন সাধারন সম্পাদক- এনায়েত হোসেন বাবু, রুহুল কুদ্দুস,মীর আব্দুর রহমান,
সাংগঠনিক সম্পাদক- আব্দুল গাপ্পার জুনেদ , সহ সাংগঠনিক – জুনেদ আহমেদ,
অর্থ সম্পাদক- খলিলুর রহমান রোকন , সহ সম্পাদক- মাহমুদুল হাসান ,
দপ্তর সম্পাদক- আহমেদ মুরাদ শামিম, সহ=দপ্তর- আব্দুল আহাদ নাঈম,
প্রচার- ইমাদুর রহমান চৌধুরী
মানবাধিকার সম্পাদক- জুয়েল আহমেদ,
শিক্ষা ও সাহিত্য- ময়নুল ইসলাম চৌধুরী,
ক্রীড়া ও সাংস্কৃতিক – ফয়েজ আহমেদ,
বিজ্ঞান ও প্রযুক্তি- জাহাঙ্গীর হোসেন,
ধর্ম ও সমাজসেবা- মিছবাউদ্দিন জনি,
আন্তর্জাতিক – শামিম আহমেদ
সদস্য- মিছবাহ চৌধুরী রাসেল, আব্দুল মোতালিব লিটন, কামাল উদ্দিন, রুজুল আমিন

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *