রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পরকীয়ার জের ধরে জেম হেমব্রম (২২) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে অয়মি হায়দার নামে এক গৃহবধূসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার আমতলিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, বুধবার রাতের কোনো এক সময়ে জেমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। আটক অয়মির সঙ্গে জেমের দীর্ঘদিন থেকে পরকীয়ার সম্পর্ক ছিল। এর প্রেক্ষিতে বুধবার গভীর রাতে অয়মির স্বামীর অনুপস্থিতে জেম তার বাড়িতে যায়। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জেমকে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশের মাঠে ফেলে দেয়।
ওসি আরও জানান, এ ঘটনায় গৃহবধূ অয়মি ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান ওসি।
অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য জেমের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছে পুলিশ।
Md Azizul liked this on Facebook.
Md Fahad Abdullah liked this on Facebook.