মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশী বোলারদের সাথে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের লড়াইটা জমে উঠেছে। টস জিতে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ব্যাট করে চলেছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশী বোলাররা উইকেট নেয়ার চেষ্টার সাথে নিয়ন্ত্রন করছেন রানের চাকা। তবে লাগামটা শ্রীলঙ্কার হাতেই বলতে হবে। থিরিমান্নে ও তিলকারত্নে ব্যাট করছেন। জমে গেছেন উইকেটে। ফিফটি করেছেন তিলকারত্নে। বেশ সাবলীলভাবে তারা এগুচ্ছেন। এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার রান ২১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান।
তবে চিত্রটা ভিন্ন হতে পারতো। টাইগার অদিনায়ক মাশরাপি বিন মর্তুজা ম্যাচের প্রথম ওভার করেছেন। আর তার চতুর্থ বলেই থিরিমান্নে ফাস্ট স্লিপে ক্যাচ দিয়েছেন। সেখানে এনামুল হক ক্যাচটা নিতে নিতে ছেড়ে দিয়েছেন। তার ব্যর্থতার কারণে প্রথম ওভারেই আঘাত হানা হয়নি টাইগারদের। আর বোনাস লাইফ নিয়ে থিরিমান্নে এগুচ্ছেন আরো বড় রানের দিকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, মাহমুদুল্লা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: লাহিরু তিরিমান্নে, তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, করুনারত্নে, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা, লাকমাল।
Omit Chowdhuary liked this on Facebook.
Md Salam liked this on Facebook.
Alamin Biswas liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Abdur Razzak Rana liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Řàj Đîp liked this on Facebook.