বেগম খালেদা জিয়ার গ্রেফতারী পারোয়ানা জারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাসাস নেতা জাহাঙ্গীর শিকদার

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খাদা জিয়ার বিরুদ্ধে জিয়া আরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় জামিন বাতিল ও গ্রেফতারী পারোয়ানা জারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকদার । তিনি বলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানবধিকার রক্ষার গড়ে উঠার তীব্র গন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ঠিক তখনই সরকার চলমান আন্দোলন দমাতে ব্যাথ হয়ে দলীয় বিচারপতি নিয়োগ করে দেশনেত্রীকে গ্রেফতার করে তাদের পতন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে । আমি স্পষ্ট ভাষায় বলতে চাই দেশনেএী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে দেশে গৃহযুদ্ধ আরাম্ভ হবে বিপ্লবী জনতা কাপনের কাপড় সঙ্গে নিয়ে রাজপথ দখল করিবেন এবং হাসিনা সরকারকে টেনে হেঁচড়ে ক্ষমতাচৎুত করিবেন , নমরুদ ফেরাউনের রাজত্ব দীর্ঘস্হায়ী হয় নাই আর তিনি তো হাসিনা । সারাদেশে গৃহযুব্দের দায় ভার স্বৈরাচারণী হাসিনাকে বহন করিতে হইবে ।
তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পারোয়ানা প্রত্যাহার,হত্যা, গুম,খুন বন্ধ করে স্বাভাবিক রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার সুযোগসহ সকল দলের অংশগ্রহনে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জোড় দাবী জানাচ্ছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *