ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের যেকোন পদক্ষেপ সরকারের পতনকেই ত্বরান্বিত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
বুধবার বিএনপির ২০ দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এসময় তিনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফ্যাসিবাদী একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পথে প্রধান অন্তরায় জাতীয়তাবাদী শক্তির প্রতীক ও গণতন্ত্র মুক্তি আন্দোলনের আপোসহীন নেতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার করার সকল আয়োজন সম্পন্ন করেছে।
এছাড়া দলীয়করণ, কুক্ষিগতকরণ, নগ্নহস্তক্ষেপ ও বিচারক অভিশংসন আইন পাশ করিয়ে সরকার দেশে বিচারিক নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিরোধী দল ও মতকে দমনের হাতিয়ারে পরিণত করেছে সমগ্র বিচার ব্যবস্থাকে। তারই অংশ হিসেবে আজ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
দেশবাসী, আন্তর্জাতিক মহলসহ সকলেই অবহিত আছেন বেগম খালেদা জিয়াকে সরকার অঘোষিতভাবে গৃহবন্দী অবস্থায় রেখেছেন। যেখানে দীর্ঘ দুই সপ্তাহেরও বেশী সময় ধরে খাদ্য সরবরাহও বন্ধ করে দিয়েছে সরকার। এখনও পর্যন্ত তিনি টেলিফোন, ফ্যাক্স, কেবল সংযোগ ও নেটওয়ার্কসহ সকল বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আদালতের প্রতি সম্মান রেখেই বলতে চাই-ইতোপূর্বে আদালতে যাওয়ার পথে সরকারি দলের সন্ত্রাসীরা গাড়ি বহরে সশস্ত্র হামলা চালিয়ে দলের অনেক নেতা-কর্মীকে নির্মমভাবে নির্যাতন করেছে পুলিশি সহায়তায়। অথচ সেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এখন পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করায় নিরাপত্তাহীনতার কারণে আদালতে উপস্থিত হতে অপারগতার কথা আদালতকে জানানোর পরও সরকারি প্রভাবে বিএনপি নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘মামলা-হামলা-গ্রেফতারের ভয়-ভীতি প্রদর্শন করে চলমান গণআন্দোলনকে স্তব্ধ করা যাবেনা। বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে ২০ হাজারেরও অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করে এবং তথাকথিত বন্দুকযুদ্ধের নামে শত নেতা-কর্মীকে হতাহত করেও গণআন্দোলনকে দমাতে না পেরে সরকার অবৈধ গদি রক্ষার শেষ চেষ্টা হিসেবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার অপচেষ্টা করছে। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার, মৌলিক ও মানবাধিকার, বাক-ব্যক্তি স্বাধীনতা ও আইনের শাসনের অধিকার প্রতিষ্ঠিত করতে দেশের সর্বস্তরের জনগণ আজ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সংগ্রামী জনতার ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান গণআন্দোলন দুর্বার গতিতে এগিয়ে যাবে।
এসময় তফিন পিলখানা ট্র্যাজেডি’র ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এই শোকাবহ দিনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সত্য কথা।
Abdur Razzak Rana liked this on Facebook.
Md Fahad Abdullah liked this on Facebook.
Mamun Ahmed liked this on Facebook.
Jillur Rahman liked this on Facebook.
মোস্তাফিজুর রহমান শুভ liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
Delware Hussain Ahad liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Najrul Islam Rony liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Azizul Haque Raihan liked this on Facebook.
Imtiaz Dibos liked this on Facebook.
Md Rofiqul Bari Ruman liked this on Facebook.
Nirjhor Warfaze liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Raz Chowdhury liked this on Facebook.