ঢাকা: পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে চলমান সামরিক মহড়ায় ইরান ২০টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বুধবার এ ঘোষণা দিয়েছে।
‘মহানবী-৯’ নামের এ সামরিক মহড়া বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরালা আলী ফাদাভি জানান, স্পিডবোর্ড দিয়ে সাগরে মাইন অভিযান চালানো এবং চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মধ্য দিয়ে ‘মহানবী-৯’ সামরিক মহড়া শুরু হয়। মহড়া চলাকালে পানির নিচের একটিসহ ২০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।
ইরান গত কয়েক বছরে সামরিক খাতে ব্যাপক উন্নতি লাভ করেছে এবং এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
এদিকে, গত ১১ ফেব্রুয়ারি আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের যে কোনো টার্গেটে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, ‘আজ আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
https://m.youtube.com/watch?v=brII5JL5yog
Noor Nakeib liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Ibrahim Khalil Ullah liked this on Facebook.
AL Amin Jcd liked this on Facebook.
Md Fahad Abdullah liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.