ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী এক ভারতীয় যুবকের শ্লীলতাহানি করেছেন এক জর্দানি নারী। গালফ নিউজ জানিয়েছে, এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে যৌন হয়রানি এবং অর্থ চুরির অভিযোগ এনেছেন ওই যুবক।
সম্প্রতি দুবাইয়ের বুর দুবাই এলাকায় নিজ কার্যালয়ে যাওয়ার সময় যৌন হয়রানির শিকার হন ওই ভারতীয় যুবক। ২৩ বছরের ওই যুবক তার অভিযোগে বলেন, ‘লিফটে ওঠে আমি চার তলায় নিজ কার্যালয়ে যাওয়ার জন্য বোতামে চাপ দেই। এ সময় লিফটে থাকা ওই জর্দানি নারী তার নেকাব খুলে ফেলেন।’ তিনি আরো জানিয়েছেন, ৩২ বছরের ওই নারী তাকে লিফটের কোনায় টেনে নিয়ে যান। এরপর খুলে জোর করে তাকে জড়িয়ে ধরে চুমু খান। সাত তলায় পৌঁছে লিফটের দরজা খুললে দ্রুত বেরিয়ে আসেন ওই যুবক। কিন্তু তিনি বেরিয়ে আসার সময় তার মানিব্যাগ থেকে সাড়ে চার হাজার দিরহাম চুরি করেন ওই নারী।
এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন দুবাইয়ের প্রসিকিউটররা।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই নারী। মঙ্গলবার আদালতে শুনানি চলাকালে বিচারককে উদ্দেশ্য করে তিনি বলেন,‘হুজুর, আমি একজন মুসলিম নারী। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার দ্বারা এ ধরনের গর্হিত কাজ করা অসম্ভব।’ তিনি বিচারকের প্রতি ওই ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়েছেন।
আগামী ৮ মার্চেএ মামলার ফের শুনানি হওয়ার কথা রয়েছে।
https://m.youtube.com/watch?v=brII5JL5yog
Md Nasir Khondaker liked this on Facebook.
AL Amin Jcd liked this on Facebook.
Md Fahad Abdullah liked this on Facebook.
Sadeq Hasan Mridha liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.