নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার এবং তা অস্বীকার করার মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় পরিষদের সদস্য ইফতেখার আহমেদ বাবু। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে অপ্রচার বন্ধ ও তার মুক্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ইফতেখার আহমেদ বাবু বলেন, ‘সবাই জানে গত রাত (সোমবার) সাড়ে ৩টার দিকে বনানীতে মান্নার এক আত্মীয়ের বাসা থেকে তাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। এখন তার আটকের বিষয়টি তারা (ডিবি) অস্বীকার করছে।’ তিনি জানান, ‘দেশে ছাত্ররা সবসময়ই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের বর্তমান অবস্থায় ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত ও বিস্তৃত করতেই মান্না কথা বলছিলেন।’
বাবু বলেন, ‘সেনাবাহিনীর কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলার প্রস্তাব নিয়েও পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। চলমান রাজনৈতিক সংকটকে আরো ঘনীভূত করতেই তাকে গ্রেপ্তারকরা হয়েছে।’ মান্নার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও তার আশু মুক্তি দাবি করে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা সকল গণতন্ত্রমনা ব্যক্তি, শক্তি ও দলের সহযোগিতা কামনা করি।’ সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আতিক/প্রবাস