স্মার্টফোনের বাজারে সবাইকে চমকে দিতে পারে, স্যামসাংয়ের আসন্ন গ্যালাক্সি এস-৬। এমনটাই মনে করছেন বাজার বিশ্লেষকরা। মার্চে বার্সোলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি সিরিজের পরবর্তী এই স্মার্টফোনটি উন্মুক্ত করবে স্যামসাং।
নতুন স্মার্টফোনটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য স্যামসাং কর্তৃপক্ষ এখনো প্রকাশ করেনি। তবে সংবাদপত্র ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে গ্যালাক্সি এস-৬ নিয়ে নানা তথ্য প্রকাশিত হচ্ছে। নতুন কোনো স্মার্টফোন বাজারে আসার আগে এর বিভিন্ন ফিচার নিয়ে গুঞ্জন এখন প্রথায় পরিণত হয়েছে। স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস ৬ নিয়ে যেসব গুঞ্জন রটেছে সেগুলো হচ্ছে:
স্মার্টফোনটি হবে বাঁকানো স্ক্রিন সুবিধার। ৫ ইঞ্চি বা ৫.২ ইঞ্চির এই স্মার্টফোনটি হবে সুপার অ্যামোলেড ডিসপ্লে ও সম্পূর্ণ মেটাল বডির। পেছনের ক্যামেরাটি হবে ২০.০ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরাটি ৫.০ মেগাপিক্সেল। পেছনের ক্যাসিংটি ই-বুক রিডার হিসেবে ব্যবহার করা যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ললিপপ। প্রসেসর হিসেবে থাকবে ৬৪ বিট অক্টা কোরের স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর। তবে যে খবরটি সবচেয়ে বেশি আলোড়নে তুলেছে তা হচ্ছে, গ্যালাক্সি এস-৬ স্মার্টফোনে থাকবে ৪ জিবি র্যাম। এ ছাড়া আরও নানা ধরনের আকর্ষণীয় ফিচারের খবর প্রকাশ করা হচ্ছে।
শুধু ফিচারই নয়, গ্যালাক্সি এস-৬ এর সম্ভ্যাব্য ছবিও প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি টি-মোবাইল সিইও জন লেগারের তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করে দাবী করেছে, সেটি গ্যালাক্সি এস-৬।
স্যামসাং কর্তৃপক্ষ গ্যালাক্সি এস-৬ এর ব্যাপারে মুখ না খুললেও, সম্প্রতি ইউটিউবে তাদের পরবর্তী আলোচিত গ্যালাক্সি এস-৬ এর একটি ভিডিও টিজার উন্মুক্ত করেছে। ভিডিওটিতে স্মার্টফোনটির ডিজাইন না দেখালেও নতুন চমক যে আছে তা অনুমান করা যায়।
তথ্যসূত্র : টেক রাডার