যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত পর্যায়ে ড্রোনের ব্যবহার বাড়ছে। এমনকি এখন যে কোনো বিশেষ দিবসে উপহার হিসেবেও মানুষ প্রিয়জনকে ড্রোন দিচ্ছে। কিন্তু এ ধরনের ডিভাইসের ব্যবহার বৃদ্ধিকে ইতিবাচক মনে করেন না অধিকাংশ মার্কিন নাগরিক। রয়টার্স ও ইপসস পরিচালিত এক অনলাইন জরিপে এমন তথ্যই উঠে এসেছে। খবর রয়টার্স।
জরিপে অংশগ্রহণকারী ৪২ শতাংশ মার্কিন নাগরিক জানান, তারা ব্যক্তিগত পর্যায়ে ড্রোনের ব্যবহারকে ইতিবাচক মনে করেন না। তাদের মতে, ড্রোনের ব্যক্তিগত ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ৩০ শতাংশ এ বিষয়ে উদ্বিগ্ন নন। আর বাকি ২৮ শতাংশ কোনো মতামত দেননি।
ড্রোনে ক্যামেরা যুক্ত করায় সাধারণ নাগরিকদের ওপর নজরদারি বাড়তে পারে। এছাড়া রয়েছে ব্যক্তি গোপনীয়তা লঙ্ঘনের শঙ্কাও। তাই ড্রোনের ব্যবহার বৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। হালকা ও দূরনিয়ন্ত্রিত প্লেনের ব্যবহার বৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত বলে মনে করছেন ৭৩ শতাংশ মার্কিন।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত হালকা ড্রোনগুলো ভিডিও ক্যামেরা বা নজরদারির অন্য সরঞ্জাম নিয়ে ছয় হাজার ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। এ কারণে ডিভাইসটির ব্যক্তিগত ব্যবহার বৃদ্ধি অনেকাংশে ক্ষতির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ডিভাইসগুলো ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালার প্রয়োজন বলে মনে করছেন অনেকে।