Whatsapp-এ ব্যক্তিগত মেসেজ দেখতে পারবে অন্যরাও!

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ Whatsapp। মানুষের ব্যক্তিগত সুখ, দুঃখ, প্রেম, বিরহ, রাগ, অভিমান, পেশাদারি আলোচনা সবই চলছে Whatsapp-এ। কিন্তু জানেন কি Whatsapp আর আদৌ ব্যক্তিগত নেই? এখন থেকে Whatsapp-এ আপনার ব্যক্তিগত মেসেজ, প্রোফাইল পিকচার, প্রাইভেসি সেটিংসসহ যাবতীয় তথ্য অন্যরা জেনে যেতে পারেন কয়েক মিনিটেই।

হ্যাক করার দরকারই নেই। একটি সাদামাঠা সফটওয়্যার থাকলেই করা যাবে এ কাজ। ডাচ ইউনিভার্সিটির এক ছাত্র আবিষ্কার করেছে সফটওয়্যারটি। নাম Whatsspy। সফটওয়্যারটি ব্যবহার করে দেখা গিয়েছে, যে কোনও ব্যক্তির Whatsapp-এর যাবতীয় তথ্য অনায়াসেই জানা যাচ্ছে।

মাইকেল জিরিঙ্ক নামে ওই ছাত্র জানিয়েছে, Whatsapp ব্যবহারকারীদের প্রত্যেকটি গতিবিধি ট্র্যাক করতে পারবে Whatsspy। এমনকি প্রাইভেসি স্ট্যাটাস ‘নো বডি’ থাকলেও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *