জামায়াতে ইসলামীর হয়ে হরতাল অবরোধে বোমাবাজি ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আব্বাস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উল আলম জানান, বিজিবির সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে আটক করেন। তিনি যুবলীগ থেকে কয়েক বছর আগেই বহিষ্কৃত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, বর্তমানে তিনি জামায়াতের হয়ে কাটাখালী এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। তার সহায়তায় ওই এলাকায় জামায়াত সংগঠিত হয়ে ধ্বংসাত্মক কাজ চালাচ্ছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান আব্বাস আলীকে বিজিবি সদস্যরা গ্রেপ্তার করেছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ বছর আগে আব্বাস আলীকে যুবলীগ থেকে বহিষ্কৃত করা হয়েছিলো।
Md Azizul liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
অাসাদ উদ্দিন তিতুমীর liked this on Facebook.
Mahmudul Hasan liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Khaled Ahmed liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Jahangir Shikder Jasas liked this on Facebook.