হরতাল সমর্থনে ময়মনসিংহ জেলা ছাত্রদল নেতা আজিজুল হাকিম আজিজের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে নতুন বাজার মোড়ে গেলে মিছিলটি পুলিশি বাধার সম্মুখীন হয়।এরপরে সেখান থেকে বাতিরকল মোড়ে গেলে পুনরায় মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে।এরপরে সেখান থেকে দলীয় কার্যালয়ে এসে মিছিলটির সমাপ্তি ঘোষনা করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সক্রিয় কর্মী মোস্তফা, মুকুল,সোহেল,পিয়াস,সজীব ও মাসুদসহ আরোও অনেকে ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম