সৌদি আরবের দাম্মামে সোমবার দুপুরে দাল্লা নামক স্থানে সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনে ৪ বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মির রহমান, বাবা বদিউর রহমান, বাড়ি ফেনীর দাগনভূঁইয়া; আবু মুসা, বাবার নাম জানা যায়নি, বাড়ি কুমিল্লার চান্দিনা; আবু মোল্লা, বাবা লোকমান, বাড়ি চাঁদপুর; জিয়াউর রহমান, বাবা আবুল কালাম, বাড়ি নাঙলকোট, কুমিল্লা।
চার জনের পরিচয় পাওয়া গেলেও স্থানীয়রা বলছেন পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছে।
বিষয়টি রিয়াদস্থ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে এখনো কার লাশ কোনটি তা শনাক্ত করা যায়নি বলেও জানান কাউন্সিলর সারওয়ার ।
Mizanur Rahaman liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Hafiz Bd liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.