ঢাকা: কথা ছিল সোমবার বিকালে ‘শান্তি ও সংলাপ’-এর দাবিতে গণমিছিল করবে নাগরিক ঐক্য। কিন্তু তা আর হয়নি। আকস্মিক ‘স্থগিত’ করা হয় পূর্বঘোষিত ওই কর্মসূচি। কারণ মান্না ‘অসুস্থ’। আসলেই কি তিনি অসুস্থ? জানার জন্য তার ব্যক্তিগত মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায় ফোনটি। কিন্তু সোমবার সকালেও ওই নম্বরে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তার।
তবে কি আত্মগোপনে গেছেন মান্না? এই প্রশ্নের যৌক্তিকতাও কম নয়। কারণ মুঠোফোনে লাপাত্তা হওয়ার আগে দুপুরে একটি বেসরকারি টেলিভিশনকে তিনি জানান, গ্রেপ্তার আতঙ্কে আছেন তিনি। এতসব ঘটনার পেছনে কারণ একটাই, ফোনালাপ ফাঁস। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত একজনের সঙ্গে মান্নার ফোনালাপ গণমাধ্যমে ফাঁস হওয়ার পর এনিয়ে বেকায়দায় পড়েছেন সাবেক এই ছাত্রনেতা।
মান্নার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গ্রেপ্তার এড়াতেই সোমবার বিকালে প্রেসক্লাবের সামনের দলীয় কর্মসূচিতে যাননি তিনি। প্রথমে অবশ্য যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে যখন জানলেন সেখানে গেলে বিপদে পড়তে হতে পারে, তখন থেকেই মুঠোফোনটি বন্ধ করে আত্মগোপনে যান এই নেতা।
তবে ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের দাবি, মান্না ‘অসুস্থতার’ কারণেই দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেননি। তিনি বলেন, ‘ফোনালাপ ফাঁসের কারণে তিনি কর্মসূচিতে আসেননি তা নয়। বরং ফোনালাপ ইস্যুটা তৈরি করে তাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’
রবিবার রাতে মান্নার সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ফোনালাপ ফাঁস হওয়ার পর এনিয়ে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। আজকের মন্ত্রিসভায়ও এ নিয়ে কথা-বার্তা হয়। তার গ্রেপ্তারের দাবি ওঠে। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির জন্য ছাত্রলীগ তাকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবাঞ্চিতও ঘোষণা করেন আজ। ওই ফোনালাপে বিএনপিকে আন্দোলন চাঙ্গা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখলের পরামর্শ দেন তিনি। এটি করতে গিয়ে যদি সংঘাত-সহিংসতায় দু-একজন মারা যায় তাতেও কিছু করার নেই বলে মন্তব্য করেন মান্না। এছাড়া অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গেও মান্নার ফোনালাপের অডিও টেপ ফাঁস হয়। যেখানে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সেনা হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করে।
যেই দেশের প্রধানমন্ত্রী সরাসরি গুলির নির্দেশ দিচ্ছে, কেবিনেট মন্ত্রীরা ক্রসফায়ার করে মারার হুকুম করছে, শাসক দলের নেতারা দিনদুপুরে জনগনকে জবাই করছে, রাবের প্রধান জনগনকে স্বাধীনতা বিরুধী বলে যুদ্ধের ঘোষণা দিচ্ছে, পুলিশের প্রধান পুলিশকে জনগনের উপর অস্র চালানোর ফ্রি লাইসেন্স দিচ্ছে, আওয়ামী কেডাররা বিরুধীদলের নেতাকর্মীদেরকে প্রতিদিন হত্যা, গুম, খুন করে যাচ্ছে, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করছে,
…… সেখানে মান্না ভাইয়ের এই ফোনালাপে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি .
Mamun Ahmed liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Azizul Haque Raihan liked this on Facebook.