ওয়ালটন ১৬তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলা সোমবার থেকে শুরু হয়েছে। এদিন সাভারের বিকেএসপির-৩ নম্বর মাঠে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর বিভাগ।
টসে হেরে ব্যাটিং করতে নেমে রাজশাহী বিভাগ মাত্র ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে বিনা উইকেটে ২৫ রান তুলে নিয়েছে রংপুর বিভাগ।
ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমে ব্যাটিং করার সুযোগটি কাজে লাগাতে পারেনি রাজশাহীর ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্যাটসম্যানরা। স্পিনাররাই রাজশাহীর ইনিংসে ধস নামান। চার স্পিনার মিলে নেন সবকটি উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন মুক্তার আলী। ১০১ বলে ৬ চার ও ৮ বাউন্ডারিতে ৮৫ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া মিজানুর রহমান ৩২, মাইশিকুর রহমান ২৬ ও জুনায়েদ সিদ্দীক ২৩ রান করেন।
রংপুরের দুই স্পিনার সঞ্জিত সাহা ও তানভির হায়দার তিনটি করে উইকেট নেন। সঞ্জিত সাহা ৬৫ রানে নেন তিন উইকেট। আর তানভির হায়দার তিন উইকেট পেতে খরচ করেন ১৪ রান। দুটি করে উইকেট নেন সোহরাওয়ার্দি শুভ ও মাহমুদুল হাসান।
জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে ছয় ওভার ব্যাটিং করে রংপুর বিভাগ। ২৫ রান তুলে নেয় রংপুরের দুই ওপেনার লিটন কুমার ও তারিক আহমেদ। লিটন ২১ ও তারিক আহমেদ ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। প্রথম ইনিংসে ২৩৮ রানে পিছিয়ে তারা।