ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংলাপের দাবিতে আত্মাহুতি দিলেও আলোচনার দরকার নেই বলে মনে করেন বহিষ্কৃত বিএনপি নেতা ও বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি (জেপি)।
নাজমুল হুদা বলেন, ‘দেশে সৃষ্ট সঙ্কটের কারণে সংলাপের দরকার নেই। এককভাবে প্রধানমন্ত্রীই এই সমস্যার সমাধান করতে পারেন।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশে আইনের শাসন নিশ্চিত করতে চাইলে সহিংসতাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। কাউকে হুকুমের আসামি বানানোর দরকার কী? উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে সরাসরি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতার লড়াইয়ের জন্যই এই সঙ্কট সৃষ্টি হয়েছে এবং দেশের অভিভাবক হিসেবে এ সংকট অবসানের দায়িত্বও প্রধানমন্ত্রীর।’
জনগণের চিন্তার প্রতিফলন ঘটে এমন একটা নির্বাচন প্রয়োজন উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘খালেদা সংলাপের জন্য আত্মাহুতি দিলেও সংলাপের দরকার নেই। জনগণের চিন্তার প্রতিফলনের একটা নির্বাচন দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।’
এসময় মঞ্চে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী নাসিমের দৃষ্টি আকর্ষণ করে নাজমুল হুদা বলেন, ‘আমি বৃহত্তর ২৯ দলীয় জোটের চেয়ারম্যান, আর আপনি ১৪ দলের সমন্বয়ক। সংলাপ করতে হলে আমার জোট থেকে শীর্ষ ১০ দল নিয়ে আপনার সঙ্গে দেখা করবো। জনগণের চিন্তার প্রতিফলনের একটা নির্বাচনের জন্য আমাদের কিছু ফর্মুলা আপনার সাথে শেয়ার করবো। আপনি সেগুলো দলের প্রধানের কাছে তুলে ধরবেন।’
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, বণ ও পরিবেশ মন্ত্রী আননোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত এটি এম শামসুজ্জামান, ডা. অরূপ রতন চৌধুরী, কবি নুরুল হুদা প্রমুখ।
Ki koy ei pagol.
toi hoda mane khali. toy toi a kotha koi pali.
Tomake digombor kore prohar kora hobe.. b care .
Md Azizul liked this on Facebook.
Akbar Hussain liked this on Facebook.