ঢাকা : রাজধানীর কদমতলী এলাকা থেকে ৪টি পেট্রলবোমা ও ৫ ককটেলসহ ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও তার বড় ভাই কামালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) ১০।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে কদমতলীর ভাই ভাই মার্কেটের নিচে সিএনজি গ্যারেজ থেকে তাদের আটক করে র্যাব-১০ এর ঢালপুর ক্যাম্প সদস্যরা। আটকৃতরা কদমতলী চৌরাস্তার আব্দুল খালেকের ছেলে।
তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর সহকারি পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাব-১০ এর ঢালপুর ক্ম্পোনী ক্যাম্পের একটি দল কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।
বিস্তারিত জানতে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন।
পরে এব্যাপারে এএসপি সাজ্জাদ হোসেন জানান, আটকৃত নূর হোসেন নিজেকে ঢাকা জেলা ছাত্রলীগের আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে নিজেকে একজন দাবি করেন।
তিনি আরও জানান, নূর হোসেনের বড় ভাই কামাল বিএনপি’র অঙ্গসংগঠানের সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কামাল কদমতলীর ভাইভাই মার্কেটের নিচে সিএনজি গ্যারেজের ব্যবসা করেন।
এএসপি আরো জানান, জিজ্ঞাসাবাদের নাশকতার উদ্দেশ্যে পেট্রলবোমা ও ককটেলগুলো মজুত রেখেছিল বলে তারা স্বীকার পেয়েছেন।
তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাধ্যমে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Mamun Ahmed liked this on Facebook.
Jahid Abedin liked this on Facebook.
Akib Hossain liked this on Facebook.
Akm Morshed Alam Chowdhury liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Abong Ami liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Noor Nakeib liked this on Facebook.
Mizan Feni liked this on Facebook.