রাজধানীতে নির্মাণাধীন ভবনের প্রাচীরচাপায় নিহত ১

ঢাকা: রাজধানীর রমনায় নির্মাণাধীন একটি ভবনের ভেঙে পড়া সীমানা প্রাচীরে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ওবায়দুল হক (২৮)। তিনি ওই ভবনের পাশেই অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ইলেক্ট্রিক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতেন।

নিহতের সহকর্মী তোফাজ্জল হোসেন জানান, ওবায়দুল শনিবার রাতে দায়িত্ব পালন পালন শেষে রোববার সকাল সোয়া ৯টার দিকে বাসায় ফিরছিলেন। এসময় নির্মাণাধীন ওই ভবনের সীমানা প্রাচীর ভেঙে পড়লে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশটি উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

নিহত ওবায়দুল হক এক সন্তানের জনক। তার বাড়ি পটুয়াখালী সদরের মির্জাগঞ্জ এলাকায়। পিতার নাম ওহাব মৃধা। গাজীপুরের পূবাইলে বসবাস করতেন তিনি।

One thought on “রাজধানীতে নির্মাণাধীন ভবনের প্রাচীরচাপায় নিহত ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *