ঢাকা: ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান। আফগানদের হয়ে ওপেনিংয়ে নেমেছেন জাভেদ আহমাদি ও নওরোজ মন্ডল। শুরুতে বল হাতে নেয়া লাসিথ মালিঙ্গা মেডেন ওভারে বোলিং সূচণা করেছেন। জাভেদ আহমাদি মালিঙ্গার প্রথম ওভার থেকে কোনো রান সংগ্রহ করতে পারেননি।
এ ম্যাচে শ্রীলংকা দলে এসেছে একটি পরিবর্তন। নুয়ান কুলাসাকেরার পরিবর্তে দলে ঠুকেছেন থিসারা পেরেরা।
আফগানিস্তান একাদশে ঠুকেছেন দৌলত জারদান।
এটি একাদশতম বিশ্বকাপ আসরের দ্বাদশতম ম্যাচ।
এর আগে উভয় দলই হার দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হার মানে। অন্যদিকে, বাংলাদেশের কাছে ১০৫ রানে পরাজয় বরণ করে আফগানিস্তান।
Md Azizul liked this on Facebook.