মালয়েশিয়ায় প্রবাসীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জালান ইউ থানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা ভাষা শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নব নিযুক্ত হাইকমিশনার শহীদুল ইসলাম। এদিন নেতা কর্মী, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থীসহ সরবস্তরের বাঙালি ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে হাইকমিশনে ছুটে আসেন।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলন। এরপর সকল ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনানো হয়। এসময় বক্তারা একে একে আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন।

৪ thoughts on “মালয়েশিয়ায় প্রবাসীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *