প্রণব-মোদির জন্যও উপহার নিয়ে যাচ্ছেন মমতা

ঢাকা: উপহারের বহর নিয়ে দেশে ফিরছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশ জামদানি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, নকশিকাঁথা ও প্রধানমন্ত্রীর লেখা বেশক’টি বই রয়েছে এ তালিকায়।

প্রধানমন্ত্রীর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একশত জামদানি শাড়ি যাচ্ছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ, বর্তমান রাষ্ট্রপতি প্রণভ মুখার্জির স্ত্রী গীতা মুখার্জির জন্য।

রাষ্ট্রপতি প্রণভ মুখার্জির জন্য উপহার হিসেবে পাঠানো হচ্ছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী (ইংরেজি ও বাংলা সংস্করণ), ‘আমার পিতা বঙ্গবন্ধু’সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শেখ হাসিনার লেখা অনেক বই, মুক্তিযুদ্ধ বিষয়ক বই।

আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য যাচ্ছে বেশক’টি নকশী কাঁথা।

মমতার বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে দেয়া হয়েছে শাড়ি ও নৌকা।

সব মিলিয়ে পাঁচ লক্ষাধিক টাকার উপহার সামগ্রী মমতার মাধ্যমে ভারতে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

৬ thoughts on “প্রণব-মোদির জন্যও উপহার নিয়ে যাচ্ছেন মমতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *