টানা ৭২ ঘণ্টা হরতাল শুরু রবিবার থেকে

অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধের মধ্যেই আবারো বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা সারাদেশে টানা ৭২ ঘণ্টা হরতাল রবিবার থেকে শুরু হচ্ছে।
রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল পালিত হবে।
ক্রসফায়ারে বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে হত্যা, পঙ্গু ও আহত করা, গণগ্রেপ্তার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলায় গ্রেপ্তার বিএনপি জোটের নেতাকর্মীর মুক্তির দাবি এবং এখন পর্যন্ত সরকার গণদাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করায় এ কর্মসূচি দেয়া হয়।
এদিকে, হরতালের আগের দিন রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
এছাড়া রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং ককেটল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে দগ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে, রবিবার থেকে শুরু হওয়া হরতাল কর্মসূচিসহ জোটের সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের বর্ষপূর্তিতে সমাবেশ করতে না দেয়া ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে আসছে ২০-দলীয় জোট। এর মধ্যে ইস্যু-ভিত্তিক হরতাল ও বিক্ষোভ কর্মসূচি দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *