সিঙ্গাপুর: সিঙ্গাপুরে বাংলার কণ্ঠ মাসিক পত্রিকার অঙ্গ সংগঠন বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদ ও বাংলার কণ্ঠ কালচারাল ফোরাম। সাহিত্য পরিষদ ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় দিবস পালনের পাশাপাশি শ্রম ও প্রেমের কবিতার আয়োজন করেছে। স্পিক ইজিতে কবি সাহিত্যিক আবৃত্তিকারদের সাথে কবিতা সন্ধ্যা উদযাপন করে দেশে -বিদেশে সমাদৃত হয়েছেন।
গত ১৯ ফেব্রুয়ারি ২০১৫ সিঙ্গাপুর NATIONAL TRADE UNION (NTUC) কর্তিক MWC RECREATION CENTER আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলার কণ্ঠ কালচারাল ফোরাম (বিকেসিএফএস)। প্রায় দুই হাজার এর ও অধিক বাংলাদেশি তামিল শ্রমজীবী দর্শক উপস্তিত থেকে চার ঘন্টার এই নান্দনিক, শৈল্পিক, বহুজাতিক অনুষ্ঠান উপভোগ করেন। উপস্থিত দর্শকদের সিংহভাগেই ছিল বাংলাদেশি। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬ টায়। তামিল,ইংরেজি ও বাংলা ভাষায় অনুষ্ঠানের সূচনা হয়চাইনিজ শুভেচ্ছা জানিয়ে।
তের টি পর্বে ভাগ করা হয় অনুষ্ঠান। চাইনিজদের ঐহিত্যবাহী লায়ন ড্যান্স,শারীরিক কসরত,সোলো পারফরমেন্স ,তামিল শিল্পীদের গান,দর্শক পর্ব,লাকি ড্র-ছিলো আয়োজনে। সময় বেঁধে দেয়া ছকে বিকেসিএফএসের সময় নির্ধারিত ছিল সন্ধ্যা ৬.৪৫: থেকে ৭.১৫ মি. এবং রাত ৯.০০ থেকে ৯.৩০ মি. ।
বাংলাদেশিদের গানের প্রথম পর্বে গান পরিবেশন করেন, শিল্পী পারভেজ অপু-কি জ্বালা দিয়া গেলা মোরে, আলামাস উদ্দিন-বন্ধু একবার তুমি ফিরা চাও, মোহাম্মদ শাহীন শেখ -সোহাগী কন্যা লো ,সোহেল রানা-মায়ের একধার দুধের দাম। দ্বিতীয় পর্বে – এক সাগর রক্তের বিনিময়ের গানের সুর বাঁশি বাজিয়ে পরিবেশন করেন -মোসলেম উদ্দিন, অপু পরিবেশন করেন-বন্ধে মায়া লাগাইছে ও শ্রাবণের মেঘ গুলো, রানা পরিবেশন করেন দর্শক মাতানো গান বোম্বে কাঁপিয়ে ও ফরিদপুরের পোলা, হারমোনিয়ামে ছিলেন রানা সেলিম তিনি হিন্দিতে চাঁদ জেসা পরিবেশন করেন, তবলায় ছিলেন প্রদীপ,গিটারে -জনি,গানের সাথে নাচ করেন সুজেল।
বাংলাদেশিদের পর্বেও পুরো অনুষ্ঠান জুড়ে মঞ্চ মাতিয়ে রাখেন উপস্থাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তার কবিতা, কথায় স্মরণ করা হয় ভাষা শহীদদের। তুলে ধরা হয় একুশের তাৎপর্য্য।
একুশের প্রথম প্রহরে দিবাশ্রমের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন প্রবাসীরা। পরদিন আয়োজন করা হবে কবিতা ,গান ,নাটোৎসব।
রাত দশটায় অনুষ্ঠানের শেষ হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশি প্রবাসীরা শিল্পী কলাকুশলীদের ঘিরে রাখেন কোলাকুলি করেন অটোগ্রাফ নেন। অনেকে হন আবেগ আপ্লুত।সত্যি এক অন্যন্য সুন্দর অনুষ্ঠানের উপহার দিলো বাংলার কণ্ঠ কালচারাল ফোরাম। এগিয়ে চলেছে বাংলার কণ্ঠের বাংলা শ্রম সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রা।
রিয়াজ:প্রবাসনিউজ