সহিংসতা অবসানে সরকারের পদক্ষেপ চেয়েছেন জন কেরি

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনে সহিংসতামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের প্রাণহানিতে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি অবিলম্বে এ ধরনের সহিংসতা বন্ধের কথা বলেছেন। একই সঙ্গে মতপ্রকাশে বাধা দেয়াকে মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।  সহিংসতার অবসানে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করেছেন কেরি।

গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে জন কেরি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকের আলোচনার বিষয়বস্তু  নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের লিখিত বক্তব্যে একথা বলা হয়।

জন কেরি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে নিরীহ মানুষকে টার্গেট করার কৌশল বা গণতান্ত্রিক বাংলাদেশে রাজনৈতিক মতপ্রকাশে বাধা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।’

সব রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করতে সরকারের ভূমিকা প্রত্যাশা করে গণমাধ্যমের স্বাধীনতার ওপরও গুরুত্ব দিয়েছেন জন কেরি।

গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে কর্মসূচি পালন করতে না দেয়ায় ওইদিন থেকেই সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবরোধের পাশাপাশি হরতালও আহ্বান করছে ২০ দলীয় জোট।

এসব কর্মসূচি চলাকালে প্রতিদিনই যাত্রীবাহী বাসসহ যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটছে।

সরকারি হিসেবে, অবরোধ শুরুর পর এ পর্যন্ত পেট্রল বোমা ও হাতবোমা হামলায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন।

অপরদিকে এসময়ের মধ্যে কথিত বন্দুকযুদ্ধেও বিরোধী জোটের অনেকে নিহত হয়েছেন।

১৪ thoughts on “সহিংসতা অবসানে সরকারের পদক্ষেপ চেয়েছেন জন কেরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *