নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের পতাকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে শহীদ মিনার অভিমুখে যাওয়ার সময় মিছিলটি পুরানা পল্টন বন্ধু হোটেলের সামনে পৌছলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে মিছিলে অংশ নেয়া শ্রমিকরা ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে এ মিছিলের আয়োজন করে সমন্বয় পরিষদ। মিছিলের আগে মতিঝিলে সমাবেশ করে সংগঠনটি।
আতিক/প্রবাস