সাম্প্রতিক সময়ে পেট্রলবোমা হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। গোলটেবিল বৈঠকের বিষয় ছিল ‘চলমান রাজনৈতিক সঙ্কট ও আমাদের ভবিষ্যৎ’। মান্না বলেন, ৪৫ দিন পার হয়ে গেছে সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। যারা ক্ষমতায় আছে তাদের লজ্জা নেই। সিন্দাবাদের ভূতের মত ঘাড়ের ওপর চেপে আছে।
সরকারের এমপিরা পুলিশ পাহারায় এলাকায় যায়। অথচ তারা বলে বেড়ায় দেশের পরিস্থিতি স্বাভাবিক। ছাত্রসমাজকে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মান্না বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছাত্রনেতাদের দখলে থাকলে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হত না। ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে শান্তি ও সংলাপের জন্য আন্দোলন করতে হবে। নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।
আতিক/প্রবাস