‘সংলাপের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি’

ঢাকা: চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিরোধী জোটের সঙ্গে সংলাপের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৫টার দিকে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের বিকেল চারটায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল পাঁচটায়।

বৈঠক শেষে গওহর রিজভী সাংবাদিকদের জানান- বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকারের সংলাপ হবে কিনা তা এখনো ঠিক হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যদের জানানো হয়েছে সহিংসতা ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। বিএনপি দেশে আন্দোলনের নামে সহিংসতা করছে এমন দাবি করে বলা হয়েছে আন্দোলনকারীরা যদি সহিংসতা পরিহার করে তাহলে সংলাপের বিষয়টি ভেবে দেখবে সরকার।

দেশের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক এমন দাবি করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন- শিগগিরই পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে যাবে।

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে বিবৃতি পাঠাবেন তারা।

৮ thoughts on “‘সংলাপের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *