টাকা দিয়ে ভিডিও দেখতে হবে ইউটিউবে!

কয়েক মাসের মধ্যেই ইউটিউবের জন্য বিশেষ সাবসক্রিপশন মডেল আনতে যাচ্ছে গুগল ইনকরপোরেশন। ইউটিউবের কনটেন্ট ও ব্যবসা পরিচালনা বিভাগের কর্মকর্তা রবার্ট কিনকল সম্প্রতি গুগলের কোড/মিডিয়া সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে কিনকল বলেন, ‘ইউটিউব ভিডিও দেখার অভিজ্ঞতাকে ফাইন-টিউনিং করতে যাচ্ছে। ’
ইউটিউবের বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার এই সেবাটির নাম হবে ‘মিউজিক কী’। এখন এর পরীক্ষামূলক সংরক্ষণ চালু করা হচ্ছে বলে জানান কিনকল।
ইউটিউব অর্থের বিনিময়ে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার একটি সেবা নিয়ে কাজ করছে। ২০১৩ সালের মে মাসে এ–সংক্রান্ত পরীক্ষামূলক একটি পদ্ধতি গুগল গ্রহণ করেছিল যাতে ভিডিও কনটেন্ট নির্মাতাদের অর্থ আয়ের সুযোগ করে দিয়েছিল ইউটিউব। এই পদ্ধতিতে ইউটিউবের নির্দিষ্ট এই চ্যানেল দেখতে গ্রাহকদের অর্থের বিনিময়ে সাবসক্রিপশন করতে হয়।
বাজার গবেষকেরা বলছেন, গুগলের এই সিদ্ধান্ত বিশ্বের বৃহত্তম ভিডিও সাইট ইউটিউবে বড় ধরনের পরিবর্তন আনবে। ইউটিউবের ভিডিও ছোট বিজ্ঞাপন প্রদর্শন করলেও তা প্রতি মাসে ১০০ কোটি মানুষ বিনা মূল্যেই দেখতে পারে।

ইউটিউব ব্যবহারকারীদের ওপর প্রভাব প্রসঙ্গে কিনকল বলেন, ‘এক ধরনের দর্শক আছেন যাঁরা ইউটিউব থেকে আরও বেশি কিছু পেতে চান, তাঁরা অর্থ পরিশোধ করে বিভিন্ন চ্যানেল দেখতে আগ্রহী হবেন। বর্তমান ইউটিউব ব্যবহারকারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেই আমি মনে করি। ’
গত বছরের নভেম্বর মাসে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছিল, বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখতে মাসে ৭.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে। এতে অফলাইনে ভিডিও দেখতে পারবেন গ্রাহক। এ ছাড়াও অন্যান্য অ্যাপ নিয়ে কাজ করার সময় গান শুনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *