ঢাকা: বাংলাদেশি অবৈধ অভিবাসীদের শিগগিরই বৈধতা দেওয়ার চিন্তা ইতালি সরকারের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী বিনিডিত্ত ডেল্লা ভিডোভার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসীকল্যাণ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইতালির উপমন্ত্রী বলেন, ইতালি বর্তমানে অর্থনৈতিক মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপাতত ইতিবাচক কোনো পদক্ষেপ নেওয়া ইতালি সরকারের পক্ষে সম্ভব নয় ।
তবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ইতালি বাংলাদেশ থেকে মৌসুমি শ্রমিক নেবে। শিগগিরিই কোন খাতে কতজন কর্মী বা শ্রমিক প্রয়োজন, তার প্রস্তাব পাঠাবে ইতালি।
তিনি বলেন, ইতালিতে কোন খাতে কতজন শ্রমিক লাগবে, তার প্রস্তাব দিতে বললে তাতে সম্মতি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী। আমাদের শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতার বিষয়ে খোঁজখবর নিতে ইতালির প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলেও জানিয়েছেন ভিডোভা।
বাংলাদেশের শ্রমিকদের সুনাম রয়েছে উল্লেখ করে ইতালির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী বিনিডিত্ত ডেল্লা ভিডোভা বলেন, তারা (শ্রমিক) ভালো কাজ করেন।
Md Azizul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Imtiaz Dibos liked this on Facebook.
Md Nazim Lohagara liked this on Facebook.