ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নিয়মতান্ত্রিক আন্দোলন করলে সরকার বাধা দেবে না। কিন্তু সহিংস হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ‘আন্দোলনের নামে নাশকতা-মানবতার বিরুদ্ধে রুখে দাঁড়াও জনতা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘নিয়মতান্ত্রিক আন্দোলনের এতো সুযোগ থাকা সত্বেও বিএনপি-জামায়াত সহিংস আন্দোলনের পথ কেনো বেছে নিয়েছে এটাই আমার প্রশ্ন। আমরাও আন্দোলন করেছি। রাজপথে মার খেয়েছি। নেতারা মার খাবেন না, তা হলে কর্মীরা কেনো আসবেন। জনগণ তো পরের কথা।’
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘সহিংস আন্দোলন বন্ধ করতে যা যা করা দরকার সরকার তাই করবে। আপনারা মিছিল মিটিং করেন কেউ বাধা দেবে না। আপনারা আন্ডার গ্রাউন্ড থেকে বিবৃতি দিচ্ছেন। আপনারা রাজনৈতিক কৌশলে হেরে গেছেন। এখন নির্বাচনের কথা বলে কোনো লাভ হবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও ১৪ দল যা বলে তা ভেবে চিন্তে বলে। বিদেশীরা সংলাপের আহ্বান জানাতেই পারেন। কিন্তু যারা আন্দোলনের নামে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে তাদের সঙ্গে কোনো সংলাপ ও আলোচনা হবে না।’
মন্ত্রী বলেন, ‘আন্দোলন করা কোনো অপরাধ নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিএনপি-জামায়াত আন্দোলনের ১২ টা বাজিয়ে দিয়েছে। আপনাদের চরিত্র ভালো না, সভা-সমাবেশের অনুমতি পেলেই আবারও সহিংসতার পথ বেছে নেবেন। ‘ডালমে কুছ কালা হে’।’
সংগঠনের সাবেক সভাপতি হারুন-অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি অধ্যক্ষ মো. মোজাম্মেল হক সরকার, সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, হালুয়া ঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক খান প্রমুখ।
Jahangir Kabir liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Abdur Razzak Rana liked this on Facebook.