রাজপথ ছাড়বে না ছাত্রদল

সিলেট: এবার সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কথা বলল সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার হাদারপার বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা থেকে তারা এ ঘোষণা দেন।

পথসভায় বক্তারা বলেন, ‘সরকার পতন না হওয়া পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল ঘরে ফিরবে না। সরকার পতনে যা যা করা দরকার গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল তা করতে প্রস্তুত আছে।’

পথসভায় বক্তব্য দেন- উপজেলা ছাত্রদল নেতা শাহাব উদ্দিন শিহাব, হাবিবুর রহমান হাবিব, ছালেহ আহমদ, মাহবুব সাজু, কামাল আহমদ, ফখরুল ইসলাম, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল কাদির সুমন, আলিম উদ্দিন দুর্জয়, মোস্তফা মিয়া, পাবেল আহমদ, নুরুদ্দিন, শাহিন আহমদ প্রমুখ।

৯ thoughts on “রাজপথ ছাড়বে না ছাত্রদল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *