ক্যানবেরায় বুধবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে হানা দিয়েছিল এক জুয়াড়ি। অবশ্য তিনি পার পাননি। তাকে ধরে মাঠ থেকে বের করে দেয় পুলিশ।
বুধবার বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ যখন অনুষ্ঠিত হচ্ছিল তখন মাঠ থেকে একজন ম্যাচের তথ্য ফোনের মাধ্যমে জুয়াড়িদের জানাচ্ছিল। বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ তাকে ধরে মাঠ থেকে বের করে দেয়। বিষয়টি নিশ্চিত করেছে ক্যানবেরা পুলিশ।
ক্যানবেরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একজন অস্ট্রেলিয়ান নাগরিক মাঠে যোগাযোগের যন্ত্র ব্যবহার করছিল। সে ম্যাচের তথ্য অন্যকে দিচ্ছিল। যা আইসিসির আচরণবিধি ভঙ্গের সামিল। তাই তাকে পুলিশ মাঠ থেকে বের করে দেয়। বিষয়টি আইসিসি নোটিশের মাধ্যমে সকলকে জানিয়েছে। পাশাপাশি তাকে যেকোনো স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে নিষিদ্ধও করা হয়েছে। কারণ সে মাঠের দর্শকদের যে আচরণবিধি রয়েছে সেটাও ভঙ্গ করেছে।
ক্রিকেটের ভাষায় এটাকে বলে কোর্টসাইডিং। কোর্টসাইডিং বা পিটসাইডিং বলতে বোঝানো হয়-কয়েক সেকেন্ডর ব্যবধানের সুযোগ নিয়ে জুয়াড়িদের সহযোগিতা করাকে। যেমন অস্ট্রেলিয়ায় যে ম্যাচটি এখন হচ্ছে সেটা বাংলাদেশে সরাসরি সম্প্রচার হতে পাঁচ থেকে আট সেকেন্ড বেশি সময় লাগতে পারে। ফলে অস্ট্রেলিয়ায় ৮ সেকেন্ড আগে মাঠে যে ঘটনাটি ঘটবে সেটা শক্তিশালী কোনো যোগাযোগ যন্ত্রের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে জুয়াড়িদের জানানো সম্ভব। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচে এমন কাজেই জুয়াড়িদের সহযোগিতা করছিল অস্ট্রেলিয়ান ওই নাগরিক।
শুধু বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে নয়, নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচেও কোর্টসাইডিংয়ের অভিযোগে কয়েকজন গ্রেফতার হয়েছিল।