দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে পাকিস্তান সফরে যাবেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্করকে। আগামী মার্চ মাসে পাকিস্তান সফর করতে পারেন তিনি। পাকিস্তানের প্রধামন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঘোষণায় বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তান সফরে যাবেন।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। মোদি বলেছেন, মার্চেই সম্ভাব্য এ সফরে পাকিস্তান যেতে পারেন তিনি। সারতাজ আজিজ বলেন, কাশ্মীর ইস্যুসহ সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান। গত ২৮শে জানুয়ারি বরখাস্ত হন সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং। তার স্থলে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের মন্ত্রিসভার দ্বিতীয় সর্বোচ্চ পদে নিয়োগ দেয়া হয় সুব্রামানিয়াম জয়শঙ্করকে।
আতিক/প্রবাস