এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে পরাজিত করায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিএনপির প্যাডে দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সই করা এক বার্তায় খালেদা জিয়া এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় বলা হয়, ‘অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে আজ আফিগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশী ক্রিকেট দলের অভুতপূর্ব সাফল্যে আমি যারপর নাই আনন্দিত হয়েছি। আমি আশা করবো নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশী টাইগাররা ভবিষ্যতে এ ধরণের গৌরব ও সফলতা অর্জনে সবসময় সক্ষম হবে। আজকের খেলায় বাংলাদেশী ক্রিকেটাররা যে নৈপুণ্য ও দক্ষতার স্বাক্ষর রেখেছে তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি। দেশবাসী এবং দেশের ক্রিকেটপ্রেমীদের ন্যায় আমিও আজকের ক্রিকেট খেলার সাফল্যে গর্ববোধ করছি।’
অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান খালেদা জিয়া।
উল্লেখ্য, আইসিসি বিশ্বকাপ ২০১৫-এর প্রথম খেলায় ১০৫ রানে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
আজ অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ২৬৭ রান করে বাংলাদেশ। জবাবে ৪২ ওভার ৫ বলে ১৬২ রান তুলেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী খেলা ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আতিক/প্রবাস