ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি মৃত্যু পরোয়ানা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
বুধবার রাত ৮টায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আপিলের পূর্ণাঙ্গ এ রায়ের কপি পাঠানো হয়।
এ বিষয়ে জানাতে চাইলে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা রাত ৮টার দিকে কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়েছি। এখন রায়ের কপিটি বিশ্লেষণ করে দেখছি। আগামীকাল ট্রাইব্যুনাল বসার সঙ্গে সঙ্গেই এ রায়ের কপি বিচারপতিদের কাছে হস্তান্তর করবো। তারপর বিচারপতিরা এ রায়ের কপি দেখে পরবর্তী আদেশ দেবেন।’
Mizanur Rahaman liked this on Facebook.
অাসাদ উদ্দিন তিতুমীর liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
মোঃ শহিদুল আলম liked this on Facebook.