কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনালে

ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি মৃত্যু পরোয়ানা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

বুধবার রাত ৮টায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আপিলের পূর্ণাঙ্গ এ রায়ের কপি পাঠানো হয়।

এ বিষয়ে জানাতে চাইলে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা রাত ৮টার দিকে কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়েছি। এখন রায়ের কপিটি বিশ্লেষণ করে দেখছি। আগামীকাল ট্রাইব্যুনাল বসার সঙ্গে সঙ্গেই এ রায়ের কপি বিচারপতিদের কাছে হস্তান্তর করবো। তারপর বিচারপতিরা এ রায়ের কপি দেখে পরবর্তী আদেশ দেবেন।’

৪ thoughts on “কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনালে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *