গাজীপুর জেলার কালিয়াকৈরের সিনাবহে যমুনা ইলেকট্রনিক্সের গোডাউনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোডাউনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার গোডাউনসহ ল্যাব ও কয়েক কোটি টাকার নতুন মেশিনপত্র আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের পরিদর্শক নিলুফার ইয়াসমিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিলুফার ইয়াসমিন জানান, যমুনা ইলেকট্রনিক্সের টিন শেড গোডাউনের পুরোটাতেই আগুন ছড়িয়ে পড়েছে। খবর শুনে গাজীপুর, সাভার কালিয়াকৈরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আমাদের কালিয়াকৈর সংবাদদাতা আলীম জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন কারখানার পার্শ্বে গোডাউনে লাগলে মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায়। যে গোডাউনটিতে আগুন লাগে সেখানে যমুনা ইলেক্ট্রনিক্স কারখানার উৎপাদিত নতুন টিভিসেট ও বিপুল পরিমাণ ক্যামিকেল মজুদ ছিল। আগুনে টিভিসেট ও ক্যামিকেল ছাড়াও গোডাউনের পার্শ্বে অবস্থিত ল্যাবটিও পুড়ে যায়। এসময় বিদেশ থেকে আমদানি করা কয়েকশ কোটি টাকার মূল্যবান মেশিনপত্র আগুনে পড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষনিকভাবে জানান।
কারখানার স্টোর ম্যানেজার আবু ইউসুফ জানান, কারখানায় তৈরি ২০ হাজার ফ্রিজ, ৬ হাজার টিভি, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
Md Fahad Abdullah liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Jashim Uddin liked this on Facebook.
এস. আই. শিমুল liked this on Facebook.
Mdsayfur Rahman liked this on Facebook.