অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বাসায় কূটনীতিকদের বৈঠক

ঢাকা : দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে কূটনীতিক মহলের তৎপরতা অব্যাহত রয়েছে। সম্প্রতি এ তৎপরতা বেশ দৃশ্যমান হয়ে উঠেছে। সরকার ও বিরোধীজোটের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।

এরই ধারাবাহিকতায় বুধবার অস্ট্রেলিয়ান হাইকমিশনার  গ্রেগ এ উইলককের বাসায় এক চা চক্রে মিলিত হলেন বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

বিকেল সাড়ে ৩ টায় অস্ট্রেলিয়ান হাইকমিশনারের গুলশানের বাসায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা মিলিত হন।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ এ উইলককের বাসায় বৈঠক করেন- ঢাকাস্থ নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন, কানাডিয়ান হাইকমিশনার বিনট পিয়েরে লারমে, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা, তুরস্কের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়ং, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের, ডেনমার্কের রাষ্ট্রদূত হানে ফাগুল এসকেজার, নেদারল্যান্ডস ও নরওয়ের রাষ্ট্রদূত।

৯ thoughts on “অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বাসায় কূটনীতিকদের বৈঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *