ঢাকা: জয় দিয়ে বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ শুরু করায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার ওভালে আফগানিস্তানকে ১০৫ রানে পরাজিত করার পর টাইগারদের এ অভিনন্দন জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির জানিয়েছেন, বুধবার কাজের ফাঁকে ফাঁকে সারাক্ষণই টাইগারদের ম্যাচের খোঁজ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখনো কখনো নিজেই টেলিভিশন সেটের সামনে বসে খেলা দেখেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়ার, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাগণকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দলের প্রতিটি খেলোয়াড়ের সুস্বাস্থ্য ও শুভকামনা করেন প্রধানমন্ত্রী।
Md Azizul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.