দেশের বাজারে এসেছে ডেল ব্র্যান্ডের অপটিপ্লেক্স ৩০২০এমটি মডেলের নতুন ডেস্কটপ কম্পিউটার।
ডেস্কটপ কম্পিউটারটিতে রয়েছে ৩.৪০ গিগাহার্জ গতির ইন্টেল চতুর্থ প্রজন্মের কোর আই-থ্রি ৪১৩০ প্রসেসর, ইন্টেল ৮১ চিপসেট মাদারবোর্ড, ৪ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ইন্টারনাল ডেল বিজনেস অডিও স্পিকার, ইন্টেল এইচডি ৪৪০০ গ্রাফিক্স কার্ড, লাইসেন্সকৃত উইন্ডোজ ৭ প্রফেশনাল অপারেটিং সিস্টেম, ডেল ইউএসবি কিবোর্ড ও ডেল অপটিক্যাল মাউস সহ প্রভৃতি ফিচার।
১৮.৫ ইঞ্চি ডেল মনিটরসহ ডেস্কটপ পিসিটির মূল্য ৩৬ হাজার ৫০০ টাকা। এটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আরও জানতে ভিজিট: www.smart-bd.com।