হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় দি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের উপপরিচালক জুলফিকার আলী তাদের জিজ্ঞসাবাদ করছেন। এ জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চলবে বলে দুদক সূত্রে জানা গেছে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- প্রধান কার্যালয়ের প্রাক্তন ইভিপি ও হেড অব ক্রেডিট সাব্বির আহমেদ, ক্রেডিট ডিভিশনের প্রাক্তন ভিপি এ কে এম হাসানুজ্জামান, প্রাক্তন এফভিপি মাহফুজুর রহমান, প্রাক্তন এভিপি সৈয়দ মাহমুদুল হাসান সালেহ্ ও প্রাক্তন এসভিপি মো. শাহজাহান আলী।
এই ঘটনায় গতকাল মঙ্গলবার ওই ব্যাংকের আরো পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় দি সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১৮ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটে। ওই ঘটনা অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারি দি সিটি ব্যাংকের ওই পাঁচ কর্মকর্তাকে দুদকে হাজির হওয়ার জন্য তলব করে চিঠি দেওয়া হয়েছিল।
দুদক সূত্রে জানা যায়, ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে দেশের চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দি সিটি ব্যাংক ছাড়াও বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে দুই কোটি ৪০ লাখ টাকা নেওয়া হয়েছে। এর বেশির ভাগ টাকাই ওয়াহিদুর রহমান ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে।
কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়ের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসলে পরবর্তী সময়ে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।