[লেখাটি লিখেছেন আয়শা মেহের। আয়শা মেহের কানাডা প্রবাসী বাংলাদেশী ]
কানাডার ইমিগ্রেশন হলো বাংলাদেশের প্রতারকদের একটি আকর্ষনীয় ফাঁদ । এই প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কানাডিয়ান হাইকমিশনের অয়েব সাইটে যেয়ে কানাডাতে কিভাবে ইমিগ্রেশন নিয়ে আসবেন তা নিজেই পড়ে দেখুন।
http://www.cic.gc.ca/englisH/immigrate/index.asp
কানাডাতে ইমিগ্রেশন নেবার জন্য কোন দালাল ধরা লাগেনা। স্থানীয় কানাডিয়ান হাইকমিশনের মাধ্যমে নিজেই সরাসরি আবেদন করে ভিসা প্রসেস করাতে পারবেন। ইংরেজী যদি না জানেন তাহলে প্রথমে ইংরেজী শিখুন। ইংরেজী বা ফ্রেঞ্চ বা দুইটা ভাষা বা দুইটার একটি ভাষা যদি আপনি না জানেন তাহলে কানাডাতে কাজ পেতে আপনার অসুবিধা হবে। ফ্যাক্টরীতে কাজ করার জন্য ইংরেজীতে স্নাতক লাগেনা কিন্তু এত টাকা খরচা করে কানাডা এসে আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করে তাহলে সেই টাকা লাভসহ ফিরে আসতে অনেক সময়, শ্রম, ও শক্তি ক্ষয় হয়ে যাবে। তখন কানাডা আসার ফুর্তি ম্লান হয়ে যাবে।
কানাডাতে ইমিগ্রেশন নেবার সিদ্ধান্ত যখন নেবেন তখন দুইটা জিনিষ মনে রাখবেনঃ
কানাডাতে ইমিগ্রেশন নিতে যেয়ে আপনি কিভাবে প্রতারণা থেকে রেহায় পেতে পারেন?
ইমিগ্রান্ট হয়ে কানাডা এসে আপনি কি কি অবস্থার সন্মুখীন হবেন?
কানাডিয়ান হাইকমিশনের অয়েব সাইটে নিয়মিত আপডেট দেওয়া হয়। ইমিগ্রেশন নীতি ও পদ্ধুতির বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। কানাডিয়ান হাইকমিশনের ইমিগ্রেশন অয়েব সাইটে যা লেখা আছে তার বাইরে কানাডা আসার আর কোন ফাঁকফোকর নাই।
কানাডা মাল্টিকালচ্যারাল দেশ। তার মানে বিশ্বের সব দেশ থেকেই লোকেরা এখানে ইমিগ্রেশন নিয়ে এসে বসবাস করছে। বিভিন্ন দেশের মানুষ তাদের নিজেদের দেশীয় কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন আপনি যদি কনস্ট্রাকশন কোম্পানীতে শ্রমিকের কাজ করতে চান তাহলে কাজ পাবেন না। কারণ বেশীর ভাগ কনস্ট্রাকশন কোম্পানীতে ইতালিয়ান, পর্তুগীজ, স্পানিস, সাউথ আমেরিকার শ্রমিকরা দলবদ্ধভাবে সেখানে কাজ করে। তারা বাইরে লোকেদের কাজে নিতে চায়না। কমিউনিটি ফিলিং অনেক বেশী শক্তিশালী। কানাডার কিছু সেকটরে বেতন অনেক বেশী। পুলিশ, মিউনিসিপালিটি, নার্স, সিটি কর্পোরেশন, পাবলিক বাস, সরকারী চাকুরী ও চ্যারিটেবল ওরগানাইজেশনে সব চাইতে বেশী বেতন। পুলিশে চাকুরী পাবার জন্য আপনাকে কানাডিয়ান নাগরিক হতে হবে। মিউনিসিপালিটিতে চাকুরী পেতে গেলে আপনাকে ওখানকার ইউনিয়নের লোকজনের দেশের লোক হতে হবে। নার্স হতে গেলে আপনাকে স্কুলে ফিরে যেতে হবে, নার্সিং এ সার্টিফিকেট নিয়েই নার্স হতে হবে, নার্সের চাকুরী অনেক কস্টের, বেতন ভাল, পাবলিক বাস ড্রাইভার হতে গেলেও আপনাকে ইউনিয়নের জানাশোনা কেউ থাকতে হবে। সরকারী চাকুরী পেতে গেলেও আপনাকে কারুকে জানা লাগবে। যারা সরকারী চাকুরী করে তাদের ছেলেমেয়েরা বা নাতি নাতনি বা ভাগ্না ভাগ্নিরা অগ্রাধিকার পায়। চ্যারিটেবল ওরগানাইজেশনে আমি কাজ পেতে পারেন। এই কাজ পেতে গেলে এমপ্লয়মেন্ট এজেন্সীর মাধ্যমে কাজ পাওয়া যায়। এইসব কাজ পাবার চিন্তাভাবনা করার আগে, আপনাকে ইমিগ্রেশন নিয়ে কানাডা এসে পৌছাতে হবে।
এক্সপ্রেস এন্ট্রি ফেডারাল স্কিল্ড প্রগ্রাম
দ্রুত প্রবেশ ফেডারাল দক্ষ প্রগ্রাম
http://www.cic.gc.ca/ENGLISH/immigrate/skilled/index.asp
Skilled immigrants (Express Entry)
Skilled immigrants are chosen as permanent residents based on their ability to settle in Canada and take part in our economy. দক্ষ ইমিগ্রান্টদের কানাডাতে স্থায়ীভাবে বসবাসকারী হিসাবে বাছায় করা হয় কানাডাতে তাদের সেটল করার ক্ষমতা ও কানাডার অর্থণীতিতে তাদের অবদান রাখার যোগ্যতার ভিত্তিতে। কানাডিয়ান ইমিগ্রেশন এই দক্ষ শ্রমিকদের যোগ্যতা পরিক্ষা করে নিম্নলিখিত কাটাগোরিতেঃ
We assess them on their:
- English and/or French language skills, ইংরেজী এবং/অথবা ফেঞ্চ জানার দক্ষতা
- education, শিক্ষাগত যোগ্যতা
- work experience, and কাজের অভিজ্ঞতা
- other factors that have been shown to help newcomers prosper in Canada. অন্যান্য যোগ্যতা যা কানাডাতে আসা নতুন ইমিগ্রান্টদের সমৃদ্ধশালী করবে
As of January 2015, there is a new system to manage how people with skilled work experience apply to immigrate to Canada. It is called Express Entry. জানুয়ারী ২০১৫ থেকে কানাডাতে একটি নতুন ইমিগ্রেশন সিস্টেম চালু হয়েছে। যার মাধ্যমে দক্ষ শ্রমিকেরা কানাডায় স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করতে পারবে। এই নতুন প্রগ্রামের নাম এক্সপ্রেস এনট্রি বা দ্রুত প্রবেশ।
Under Express Entry, people will first fill out an online profile that includes their language test scores, their Educational Credential Assessment (if they need one) and outlines their work experience. There is no cost to complete and submit an Express Entry profile. এই প্রগ্রামের মাধ্যমে কানাডাতে প্রবেশের আবেদন করার জন্য সর্বপ্রথমে আবেদনকারীকে অনলাইনে প্রফাইল তৈরি করতে হবে, সেখানে তাদের ভাষা টেস্ট অন্তর্ভুক্ত থাকবে, শিক্ষাগত যোগ্যতা (যদি প্রযোজ্য হয় )র ক্রেডেনশিয়াল অন্তর্ভুক্ত করে, তাদের অভিজ্ঞতার বর্ণনা করে এই প্রফাইলটি অনলাইনে কমপ্লিট করে জমা দিতে হবে। অনলাইনে ফর্ম পূরন করে যেকেউ যার যার প্রফাইক নিজে নিজে তৈরি করে জমা দিতে পারে। এজন্য কোন খরচা লাগেনা।
Based on their profiles, candidates will be ranked against others in a pool. অনলাইনে ফরম পুরন করার পরে কানাডিয়ান ইমিগ্রেশন অফিস সেইসব ফরম দেখবে। টপ ফরমগুলোকে ইমিগ্রেশনের জন্য আবেদন করার ইনভাইটেশন পাঠাবে কানাডার ইমিগ্রেশন।
http://www.cic.gc.ca/english/immigrate/skilled/pool.asp
On a regular basis, CIC will issue invite top candidates from the pool to apply for permanent residence. Only those who get an Invitation to Apply from CIC will be able to apply.
http://www.cic.gc.ca/english/immigrate/skilled/invitations.asp
এই প্রফাইলের ভিত্তিতে অনলাইনেই আবেদনকারীদের পুলের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। যারা টপ আবেদনকারী তাদেরকে স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করতে কানাডিয়ান হাইকমিশন চিঠি পাঠাবে।
Under this new system, most complete applications will be processed in six months or less.
দ্রুত প্রবেশ সিস্টেমের মাধ্যমে কমপ্লিট আবেদনটি প্রসেস করতে লাগে ছয় মাস বা তার কম সময় ।
You must use Express Entry if you want to apply: আপনি অবশ্যই এক্সপ্রেস এন্ট্রি অনলাইন ফরম ব্যবহার করবেন যদি আপনি নিম্নলিখিত কাটাগোরিতে আবেদন করতে চানঃ
- under the Federal Skilled Worker Program, ফেডারাল দক্ষ শ্রমিক প্রগ্রাম
- under the Federal Skilled Trades Program, ফেডারাল দক্ষ ট্রেড প্রগ্রাম
- under the Canadian Experience Class, or ফেডারাল অভিজ্ঞ ক্লাস
- as a provincial nominee, in some cases. প্রভিন্সিয়াল নমিনি ক্লাস
Become a candidate
Your first step is to become a candidate in the Express Entry pool. সর্ব প্রথমে পুলে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য অনলাইন ফরম পূরণ করতে হবে। ফরম পূরন করতে কোন টাকা লাগেনা। ফরম গুলো সম্পুর্নভাবে পুরন হলে কানাডিয়ান ইমিগ্রেশন অফিস তা চেক করবে এবং যারা যোগ্য তাদের আবেদন করার জন্য চিঠি পাঠাবে। যারা আবেদন করার যোগ্য তাদের আবেদন পত্র প্রসেস করতে ছয়মাস বা তার কম সময় লাগবে। আর যখন আবেদন করার জন্য কানাডিয়ান হাইকমিশন চিঠি পাঠাবে তখনই ভিসা প্রসেসিং এর ফি জমা দিতে হবে অন্যান্য ডকুমেন্ট এর সাথে।
Use the online tool, Come to Canada, to see if you meet the criteria to get into the Express Entry pool or read about the eligibility criteria for Express Entry.
If you are eligible, fill out your Express Entry profile online and then find out what happens once you are in thepool of potential immigrants.
Some people from the pool will get Invitations to Apply for permanent residence.
If you have already created an Express Entry profile and wish to view it, go to your MyCIC account.
Apply
After you receive your Invitation to Apply, follow the steps to apply as a skilled immigrant.
Check processing times
If you applied before January 1, 2015:
Your application will be processed under the rules in place at the time you applied.
Find out how long it will take for CIC to process your application.
If you applied on or after January 1, 2015:
Our goal is to process most complete applications received under Express Entry in six months or less.
We currently only have processing times for people who applied under the old system.
Processing times tell you how long it took Citizenship and Immigration Canada (CIC) to process applications in the past. Since Express Entry is a new system and not enough applications have been received yet, processing times are not available but we have committed to process applications in six months or less.
After you apply: get next steps
Find out what you should do after you apply to come to Canada.
Prepare for arrival
Be prepared and know what to expect when you arrive in Canada.
Find out more about Express Entry
Learn more about Express Entry and how it works.
Note: The province of Quebec chooses its own skilled workers. If you plan to live in Quebec, see Quebec-selected skilled workers to find out more.
বিজিনেস ইমিগ্রান্ট
বিজিনেস ইমিগ্রান্ট হবার জন্য ৩৫ পয়েন্ট দরকার হয়। কানাডিয়ান ইমিগ্রেশন অফিসকে দেখাতে হবে যে আপনি যে বিজিনেস বা ব্যবসা করার জন্য কানাডা আসবেন সেই ব্যবসাতে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আপনি কানাডাতে এসে নিজের খরচাতে থাকবেন, খাবেন, ব্যবসাতে বিনিয়োগ করবেন আর এইসব করার জন্য আপনার কাছে যথেষ্ট পরিমানে মূলধন আছে, কানাডাতে সেই ব্যবসা করলে কানাডিয়ান অর্থনৈতিক উন্নয়নে আপনি সহায়তা করবেন, এবং কানাডাতে এই ব্যবসাটি বৈধ।
ব্যবসাতে আপনার অভিজ্ঞতাঃ
ব্যবসা কেনাবেচাতে দুই বছরের অভিজ্ঞতা, অথবা
ক্রিয়াবিদ হিসাবে ব্যবসাতে দুই বছরের অভিজ্ঞতা, অথবা
কালচারাল এক্টিভিটিতে ব্যবসাতে দুই বছরের অভিজ্ঞতা
উপরের যেকোন একটি বিষয়ে যদি দুই বছরে অভিজ্ঞতা থাকে তাহলে নীচের লিঙ্কে ক্লিক করে নিজেই চেক করুন আপনি ব্যবসা কাটাগোরীতে আবেদন করার যোগ্য কিনা। তারপর আবেদন করুন। আবেদন করার সময় অবশ্যই চেক করুন এই আবেদন প্রসেস হতে কত সময় লাগবে।
কে আবেদন করতে পারে?
http://www.cic.gc.ca/english/immigrate/business/self-employed/apply-who.asp
আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে, আবেদন করুনঃ
http://www.cic.gc.ca/english/immigrate/business/self-employed/apply-how.asp
ভিসা প্রসেসিং সময় জেনে নিনঃ
http://www.cic.gc.ca/english/information/times/perm-ec.asp
কমপ্লিট প্যাকেজ এইখানে পাবেনঃ
http://www.cic.gc.ca/english/helpcentre/answer.asp?q=72&t=3
Alam Shabuz liked this on Facebook.
Anjana Alam liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.