সৌদি আরবে গমনেচ্ছুদের জন্য এখন আলাদা করে কোনো নিবন্ধন করা হচ্ছে না। কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে ইচ্ছুকদেরই নিবন্ধন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ মঙ্গলবার ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘কর্মস্থানের জন্য সৌদি আরবসহ যেকোনো দেশে যেতেই নিবন্ধন লাগবে। এটা সরকারের রুটিন কাজ। বিদেশে গমনেচ্ছু এমন ২২ লাখ কর্মীর ডেটাবেইস সরকারের কাছে রয়েছে।’
বার্তা সংস্থা ইউএনবি ও বাসস জানায়, সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক পাঠানোর জন্য দেশটির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় গৃহকর্মীসহ ১২টি ক্যাটাগরিতে লোক পাঠাবে বাংলাদেশ।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, আপাতত গৃহকর্মীই পাঠানো হবে, যাদের বেতন হবে ৮০০ সৌদি রিয়াল। চুক্তি অনুযায়ী তাঁরা খাবার, বাসস্থান, সাপ্তাহিক ছুটিসহ আরো কিছু সুযোগ-সুবিধা ভোগ করবেন।
‘সৌদি আরবের চাহিদা অনুযায়ী খুব শিগগির গৃহকর্মীদের জন্য নিবন্ধন শুরু হবে। এ জন্য পত্রিকায় আলাদা করে বিজ্ঞাপন প্রকাশ করা হবে। নিবন্ধন শেষে লটারির মাধ্যমে তাঁদেরকে নির্বাচিত করা হবে।’ যোগ করেন মন্ত্রী।
Md Azizul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Faisal Ahmed Noor liked this on Facebook.