রাজধানীর মুগদা থানায় ককটেল হামলা : কনস্টেবল আহত

ঢাকা : রাজধানীর মুগদা থানায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক কনস্টেবল ও নারীপথচারী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানা লক্ষ্য করে রাত ১০ টার দিকে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি ককটেল থানার সীমান প্রাচীরে বিস্ফোরিত হয়ে এক নারী পথচারী আহত হয়েছেন। অপর দুইটি ককটেল থানার ভেতরে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে থানার অপর একটি সূত্র জানিয়েছে, থানার ভেতরে বিস্ফোরিত দুইটি ককটেলের আঘাতে এক কনস্টেবল আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।

৬ thoughts on “রাজধানীর মুগদা থানায় ককটেল হামলা : কনস্টেবল আহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *