ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল দেশব্যাপী আরও ৪৮ ঘণ্টা বাড়ানোর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে ভিক্টরিয়া পার্কের রাস্তায় তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটি সদরঘাট থেকে মিরপুর রুটে চলাচল করতো। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নেভায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, মঙ্গলবার দুপুরে দেশব্যাপী হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়ানোর বিষয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতি দেন। পূর্বঘোষিত ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও নতুন ঘোষণায় তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়। এর ফলে টানা তিন সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসেই হরতাল দিলো ২০ দল। সেই সঙ্গে গত ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী চলছে অবরোধ কর্মসূচিও।
Mizanur Rahaman liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Salim Mrsalim liked this on Facebook.
Hossain Masum liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.